সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

কালিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি 

কালিয়ায় নিখোঁজ ভ্যানচালকের মরদেহ উদ্ধার 

নড়াইলের কালিয়ায় নিখোঁজ ভ্যানচালক শওকত লস্করের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কালিয়া থানা পুলিশ। রোববার (১ ডিসেম্বর) উপজেলার সালামাবাদ ইউনিয়নের লবণের ঘাট ও বলাডাঙ্গার মধ্যবর্তী কালিয়া বড়দিয়া সড়কের পাশে ডোবা থেকে উদ্ধার করা হয়। 

নিহত শওকত লস্কর লোহাগড়া উপজেলার বড়দিয়া গ্রামের মৃত আমজেত লস্করের ছেলে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে।  নিহতের ভাই লাবলু লস্কর ও রিকাত আলী জানান গত ২২ নভেম্বরে নড়াগাতী থানার বড়দিয়া এলাকা থেকে সে নিখোঁজ হয়।

এ বিষয়ে নড়াগাতী থানায় মিসিং ডায়েরি করেছিলেন এবং মাইকিং করেছেন প্রতিদিন। কিন্তু তার খোঁজ মেলেনি। রোববার (১ ডিসেম্বর) খবর পেয়ে দেখতে পান এটা তার ভাইয়ের লাশ। তাদের ধারণা ভ্যান চোর যাত্রী সেজে তাকে খুন করেছে। 

এ বিষয়ে কালিয়া থানার ওসি মো. রাশেদুল ইসলাম বলেন, স্থানীয়নের খবর পেয়ে একটি অর্ধগলিত লাশ আমরা উদ্ধার করেছি। তার স্বজনদের মাধ্যমে জেনেছি ছেলেটির নাম শওকত লস্কর পেশায় ভ্যানচালক। ধারণা করা হচ্ছে ভ্যান চুরি করতে তাকে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

টিএইচ